No Comments

Power Bank কেনার কথা ভাবছেন? জেনে নিন ৫ টি দারুণ টিপস

Power bank Price in Bangladesh- Pickaboo

বর্তমানে বিশ্বব্যাপী একটি চাহিদা সম্পন্ন এবং জনপ্রিয় ইলেকট্রনিক ডিভাইস হলো Power Bank যা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস আউটডোরে পোর্টেবলই চার্জ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পাওয়ার ব্যাংক খুব সহজেই যেখানে সেখানে বহন করা যায়, একসাথে একাধিক ডিভাইস চার্জ করা যায় এবং এটি ব্যবহার করাও বেশ সুবিধাজনক।

আজকের আলোচনায় আমরা Power Bank কেনার ৫টি দারুন টিপস সম্পর্কে জানবো।

Power Bank এর ব্যবহার

একটি পাওয়ার ব্যাংক পোর্টেবল পাওয়ার সরবরাহ করতে পারে বলে এটি বহুমুখী ক্ষেত্রে ব্যবহার করা যায়।

খুব সহজে বহন করা এবং বহুমুখী ক্ষেত্রে ব্যবহার করা যায় বলে বর্তমানে এটি একটি জনপ্রিয় ইলেকট্রনিক ডিভাইসে পরিণত হয়েছে।

এখন আমরা পাওয়ার ব্যাংক এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো।

  • পাওয়ার ব্যাংক প্রধানত স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস পোর্টেবলি চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  • কিছু কিছু উন্নত মডেলের পাওয়ার ব্যাংক ল্যাপটপ, আল্ট্রা বুক ইত্যাদি চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  • স্মার্টফোন, ফিটনেস ট্রেকার, ওয়্যারলেস ইয়ারবাড ইত্যাদি রিচার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  • ভ্রমনের ক্ষেত্রে, জরুরি পরিস্থিতিতে, বিদ্যুৎ না থাকলে ইলেকট্রনিক ডিভাইস গুলো ইমারজেন্সি চার্জ করার জন্য এটি ব্যবহার করা হয়।
  • গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং বা কনফারেন্স এর সময় ইলেকট্রনিক ডিভাইস গুলোকে পুনরায় চার্জ করার জন্য জরুরী ভিত্তিতে এটি ব্যবহৃত হয়।
  • ফটোগ্রাফারদের ক্যামেরার ব্যাটারি চার্জ করতে বা রিমোট কন্ট্রোল চার্জ করার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়।
  • বাইরে বা দূরবর্তী স্থানে আউটডোর ওয়ার্ক করার সময় পাওয়ার ব্যাংকের ব্যবহার অপরিহার্য।
  • একই সাথে একাধিক ডিভাইস চার্জ করার ক্ষেত্রে মাল্টিপল পোর্ট যুক্ত পাওয়ার ব্যাংকগুলো অধিক ব্যবহৃত হয়ে থাকে।
  • ইলেকট্রনিক বাইক বা স্কুটার রিচার্জ করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

উপরোক্ত ক্ষেত্রগুলো ছাড়াও আরো বহুমুখী ক্ষেত্রে পাওয়ার ব্যাংক আজকাল অধিক মাত্রায় ব্যবহার করা হয়। 

Power Bank কেনার ৫ টি দারুণ টিপস

আমরা অনেকেই  Power Bank কেনার পূর্বে কোন ধরনের যাচাই বাছাই না করেই যেকোনো এক ধরনের মডেল কিনে ফেলি ফলে তা বেশিদিন টেকসই হয় না।

পাওয়ার ব্যাংক চেনার পূর্বে অবশ্যই আমাদের কিছু বিশেষ দিকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার ব্যবহৃত ডিভাইসের প্রয়োজন অনুসারে পাওয়ার ব্যাংকের মডেল নির্বাচন করতে হবে।

চলুন Power Bank কেনার ৫টি দারুন টিপস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।

কার্যক্ষমতা ও আউটপুট

আপনার ডিভাইসের প্রয়োজন অনুসারে পাওয়ার ব্যাংক কেনার পূর্বে অবশ্যই এর কার্যক্ষমতা এবং আউটপুট চেক করে নিতে হবে।

পাওয়ার ব্যাংকের mAH রেটিং এবং আপনার ডিভাইসকে সঠিকভাবে চার্জ করার যথেষ্ট আউটপুট রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

সাধারণত স্মার্টফোনের জন্য পাওয়ার ব্যাংকের mAH রেটিং 2.1A বা এর বেশি এবং ট্যাবলেট এর জন্য 2.4A বা এর বেশি হয়ে থাকে।

পাওয়ার ব্যাংকের সঠিক কার্যক্ষমতা এবং আউটপুট নিশিত করা দীর্ঘ সময় ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ব্র‍্যান্ড এবং গুনগত মান

পাওয়ার ব্যাংক দীর্ঘ সময় ব্যবহারের জন্য ব্র্যান্ড এবং গুণগত মান নিশ্চিত করে তবেই ক্রয় করা উচিত।

যেকোনো স্বনামধন্য ব্র‍্যান্ডের পরিবর্তে সস্তা, অজানা ব্র্যান্ডগুলো নির্ভরযোগ্য কার্যক্ষমতা প্রদান করতে পারে না ফলে ব্যবহারের নিরাপত্তার ক্ষেত্রে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্বনামধন্য ব্র‍্যান্ডগুলোর পাওয়ার ব্যাংক এর দাম কিছুটা বেশি হলেও এর গুণগতমান এবং নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকা যায়।

তাই পাওয়ার ব্যাংক কিনার পূর্বে ব্র্যান্ড এবং গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য।

Havit Powerbank- Pickaboo

আকার ও পোর্টেবিলিটি

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে এর আকার আকৃতি এবং পোর্টেবিলিটি অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে।

যে পাওয়ার ব্যাংকগুলো আকারে ছোট হয় সেগুলোর পোর্টেবিলিটি খুব বেশি হয় অর্থাৎ পাওয়ার ব্যাংকের আকার ছোট হওয়ায় খুব সহজেই যেখানে সেখানে বহন করা যায়।

আকারে ছোট এবং পোর্টেবল হলেও কার্যক্ষমতা এবং আউটপুট এর সংখ্যা যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পাওয়ার ব্যাংক যত পোর্টেবল হবে এর ব্যবহারের মাত্রাও তত বেশি এবং সহজ হবে এবং যেখানে সেখানে বহন করা যাবে।

ইনপুট এবং চার্জিং গতি

পাওয়ার ব্যাংক কিনার পূর্বে এর ইনপুট এবং চার্জিং গতি বা Speed কেমন তা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে।

ইনপুট সঠিক এবং দ্রুত হলে পাওয়ার ব্যাংকগুলোর রিচার্জিং স্পিডও অনেক বেশি হয় ফলে কম সময়ে কুইক চার্জ করা যায়।

পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে USB-C পাওয়ার ডেলিভারির মতো দ্রুত চার্জিং ফিচার রয়েছে এমন মডেলগুলো নির্বাচন করা উচিত।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য যেসব পাওয়ার ব্যাংক এ ইনপুট এবং চার্জিং গতি কম সেগুলো কেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

মাল্টিপল পোর্ট

একসাথে একাধিক ডিভাইস চার্জ করা যায় অর্থাৎ মাল্টিপল পোর্ট আছে এমন পাওয়ার ব্যাংকগুলো যাচাই বাছাই করে কিনতে হবে।

আমার নির্বাচিত পাওয়ার ব্যাংকের মডেলে মাল্টিপল পোর্ট আছে কিনা এবং সবগুলো আউটপুট পোর্ট সঠিকভাবে কাজ করে কিনা তা কেনার পূর্বে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে।

আপনি যদি একটি পাওয়ার ব্যাংক দিয়ে অনেকগুলো ডিভাইস একসাথে চার্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমন মডেল নির্বাচন করতে হবে যেটাতে মাল্টিপল পোর্ট সঠিকভাবে কাজ করে।

একাধিক ক্ষেত্রে ব্যবহারের জন্য অবশ্যই কেনার পূর্বে সবগুলো মাল্টিপল পোর্ট সঠিকভাবে একই গতিতে কাজ করছে কিনা তা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে উপরোক্ত টিপস গুলো ফলো করলে অবশ্যই আপনি দীর্ঘ সময় ব্যবহারের জন্য একটি ভাল মানের পাওয়ার ব্যাংক কিনতে পারবেন।

Power Bank ব্যবহারের সতর্কতা

বর্তমানে অধিক মাত্রায় ব্যবহৃত একটি ইলেকট্রনিক ডিভাইস হলো Power Bank তবে এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

Power Bank ব্যবহারের ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হলো-

  • কেনার পূর্বে অবশ্যই একটি নির্ভরযোগ্য বা স্বনামধন্য ব্র্যান্ড নির্বাচন করে নিতে হবে।
  • ব্যবহার করার পূর্বে অবশ্যই এর ম্যানুয়াল বা নির্দেশিকা পড়ে ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিতে হবে।
  • পাওয়ার ব্যাংক অতিরিক্ত চার্জ করা বা অধিক সময়ের জন্য প্লাগ ইন করে রাখা পরিহার করতে হবে।
  • এমন কোনো ডিভাইস চার্জ করা যাবে না যা একে ওভারলোড করে ফেলে।
  • ব্যাটারি ঠিক রাখার জন্য এটি নিয়মিত চার্জ করতে হবে এবং অতিরিক্ত ব্যবহার করা যাবে না।
  • পাওয়ার ব্যাংক এ কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য এর সাথে সামঞ্জস্যপূর্ণ ক্যাবল বা তার ব্যবহার করতে হবে।
  • পাওয়ার ব্যাংক আদ্র পরিবেশ, পানি বা যেকোনো তরল পদার্থ থেকে দূরে রাখতে হবে।
  • পাওয়ার ব্যাংক এর কার্যক্ষমতা এবং ভোল্টেজ পরীক্ষা করে শুধুমাত্র এর সাথে সামঞ্জস্যপূর্ণ ডিভাইস চার্জ করতে হবে।
  • দ্রুত চার্জিং এর ক্ষেত্রে যাতে অধিক তাপ উৎপন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • পাওয়ার ব্যাংক ব্যবহার করার পর তা সঠিকভাবে ডিসচার্জ করতে হবে।

পাওয়ার ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে উপরোক্ত সর্তকতা গুলো অনুসরণ করলে আপনি যেকোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতি এড়িয়ে এটিকে দীর্ঘদিন নিরাপদে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

পাওয়ার ব্যাংক আমাদের দৈনন্দিন জীবনে বহুমুখী ক্ষেত্রে এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা যায় বলে বর্তমানে বিশ্বব্যাপী এর ব্যাপক চাহিদা রয়েছে।

তাই পাওয়ার ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে কেনার পূর্বে সঠিকভাবে যাচাই করে এবং কেনার পর বিশেষ সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে।

আর্টিকেলটি আপনাকে Poower Bank ক্রয় এবং ব্যবহার সহজ করবে। আরও টিপস পেতে পিকাবু ব্লগ ভিজিট করুন নিয়মিত। ধন্যবাদ। 

 

Tags:

More Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed